চীনকে টেক্কা দিতে অত্যাধুনিক ড্রোন আমেরিকার ‘পকেটে ‘
ড্রোনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে শত্রুর গতিবিধির লাইভ স্টেটাসের পাশাপাশি এইচডি ছবি-ভিডিও দেখা যাবে। অভিনব এই ড্রোনের নাম ‘দ্য ব্ল্যাক হরনেট পার্সোনাল রিকনিসেন্স সিস্টেম (The Black Hornet Personal Reconnaissance System)’।
সম্প্রতি মার্কিন সেনার তরফে এফএলআইআর সিস্টেমস সংস্থাকে এই ড্রোন নির্মাণে ৩৯.৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়। সংস্থার সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে এই ড্রোন সম্পর্কে তথ্য মিলেছে।
বিশেষ এই ড্রোনগুলি মাত্র ৬.৬ ইঞ্চি লম্বা এবং ওজনে ৩০ গ্রামের কাছাকাছি। এই ‘ন্যানো আনম্যানড এরিয়াল ভিহাইকেল (UAV)’ সিস্টেমের ড্রোনটি বেল্টে বা পকেটে লুকিয়ে রাখতে পারবেন জওয়ান বা ম্যারিনরা।
দিন অথবা রাত, প্রায় ২ কিলোমিটার পর্যন্ত এলাকায় লুকিয়ে নজরদারিতে সক্ষম এই ড্রোন। প্রতি সেকেন্ডে ২০ পা-এর দূরত্ব অতিক্রম করতে পারে সামরিক ড্রোনের এই নতুন ধরন। শত্রু শিবিরে পৌঁছে নীরবেই ভিডিও এবং ছবির মাধ্যমে তথ্য জোগাড় করায় সক্ষম এই ড্রোন।স্বাভাবিক ভাবেই মার্কিন সেনার দেখাদেখি ন্যানো ড্রোনের প্রতি আগ্রহ বাড়বে অন্য দেশগুলির। বিশেষত, রাশিয়া, ব্রিটেন, চীন এবং ভারতের মতো দেশগুলির নজর কাড়বে এই ড্রোন।