January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ক্রমশই ভয়ানক রূপ নিচ্ছে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রমশই ভয়ানক রূপ নিচ্ছে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরও ২০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন।

ট্রাম্প সোমবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, যদি চীন নিজেদের অবস্থান পরিবর্তন না করে তাহলে আরও ১০ শতাংশ শুল্ক বসানো হবে। এর আগে ট্রাম্প চীনের পাঁচ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন। ট্রাম্পের এই ঘোষণার পর চীন একই ধরণের পদক্ষেপ নেওয়ার কথা বলে। চীন জানিয়েছে, আমেরিকা থেকে আমদানি করা সমপরিমাণ পণ্যের ওপর তারাও শুল্ক আরোপ করবে। এতেই ক্ষেপে গেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি শুল্ক আরোপ করলেও চীন পাল্টা পদক্ষেপ নিতে পারবে না। চীন পাল্টা পদক্ষেপ নিলে তিনি আরও বেশি শুল্ক আরোপ করবেন। অর্থনৈতিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর। এরপরই চীনের অবস্থান। ট্রাম্প আগে থেকেই বলে আসছেন, চীনের কাছে বাজার খুলে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষণ রকম ক্ষতি হয়েছে।

 

Related Posts

Leave a Reply