চিনের হুঁশিয়ারির পাল্টা, ভারতের এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না: অমিত শাহ
কলকাতা টাইমস :
সোমবারই ২ দিনের সফরে অরুণাচল প্রদেশ রওনা হন অমিত শাহ। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লাগোয়া কিবিথুতে কেন্দ্রীয় সরকারের ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম’ উদ্বোধন করতে গিয়ে কড়া ভাষায় চিনকে আক্রমণ করেন তিনি ।
সোমবার সকালে শাহের দু’দিনের অরুণাচল সফরের আগেই প্রতিবাদ জানিয়েছিল চিনা বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘এই পদক্ষেপ দ্বিপাক্ষিক শান্তি প্রক্রিয়া ব্যাহত করতে পারে । চিনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।’’ বেইজিংয়ের তরফে নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, টানাপোড়েনের মধ্যে ভারত যেন সীমান্ত পরিস্থিতি নিয়ে জটিলতার সৃষ্টি না করে।
চিনের হুঁশিয়ারি উপেক্ষা করে অরুণাচলে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদি সরকারের আমলে ভাবনায় বদল এসেছে। কেন্দ্র এখন সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়নকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে চায়। সীমান্তবর্তী গ্রামগুলি এখন ‘শেষ গ্রাম’ নয়, ‘প্রথম গ্রাম। এই ভাবনাতেই বদল এসেছে ।’