January 18, 2025     Select Language
Uncategorized

সুইমস্যুটে অমিতাভ-শ্রীদেবী !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ সুইমস্যুটে অমিতাভ-শ্রীদেবী। ক্যাপশনটা পড়া মাত্রই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে ২ লাখ ভিউ হয়ে গেছে ছবিটি। অমিতাভ বচ্চন যে এখনও হটকেক, সোশ্যাল মিডিয়া তা আরও একবার প্রমাণ করে দিয়েছে। কয়েকদিন আগেই নাকি শোনা যাচ্ছিল ট্যুইটারে ফলোয়ারের তালিকায় শাহরুখের থেকে পিছিয়ে পড়েছেন বলে বিগ বি নাকি ট্যুইটার ছেড়ে দিচ্ছেন। নিন্দুকদের মুখে কালি দিয়ে একদিনেই প্রমাণ করে দিলেন তিনি এখনও কতটা জনপ্রিয়।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সুইমস্যুটে শ্রীদেবীর সঙ্গে দেখাই বা হোল কোথায় অমিতাভের। আসলে ইনকিলাব ফিল্মের সেটে ছবিটি তুলেছিলেন তারা। সেখানে দুই তারকাকেই বেশ খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল তাদের। সেই পুরানো সাদাকালো ছবিই ট্যুইটারে পোস্ট করেছিলেন বলিউড শাহেনশা। ব্যাস আর যায় কোথায়। সঙ্গে সঙ্গে ভাইরাল। ‌‌

 

Related Posts

Leave a Reply