ঘুমন্ত মহিলাকে ধর্ষণে অভিযুক্ত এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার
কলকাতা টাইমসঃ
ইংল্যান্ডে একটি হোটেলে ঘুমন্ত অবস্থায় এক মহিলাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হলো এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। অ্যালেক্স হেপবার্ন (২৩) নামে ওই ক্রিকেটারকে শুক্রবার দোষী সাব্যস্ত করে ওর্সেস্টর ক্রাউন আদালত। দোষী ঘোষণার পর আদালত কক্ষের মধ্যেই কেঁদে ফেলেন তিনি।
ইংল্যান্ডের ওস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ২০১৩ সালে ইংল্যান্ডে পাড়ি জমান অ্যালেক্স হেপবার্ন। অভিযোগকারী মহিলার দাবি, ২০১৭ সালের ১ এপ্রিল, হোটেলের ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে ধর্ষণ করেন হেপবার্ন।