মোবাইল,ল্যাপটপ লুকিয়ে নিজেদের কুঠুরি বন্দি করেছেন শিক্ষিত আফগান তরুণীরা
কলকাতা টাইমসঃ
আজ প্রায় ৪/৫ রাত ঘুম নেই আফগানিস্তানের কর্মরত শিক্ষিত মহিলাদের। নিজেদের মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য ইলেক্ট্রনিক্স গ্যাজেট আপাতত লুকিয়ে রেখে নিজেদেরও বাড়ির নিশ্ছিদ্র কুঠুরিতে বন্দি করেছেন তাঁরা। এমনটাই চিত্র আজ মঙ্গলবারের কাবুলে। আফগানিস্তানের এই রাজধানী শহর গত পরশু রাতেই নিজেদের দখলে নিয়েছে নৃশংস তালেবানরা। এমনই ভয়াবহ দৃশ্যের কথা আজ এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে জানালেন সদ্য কাবুল থেকে ফিরে আসা এক বঙ্গতনয়া সোহিনী সরকার।
প্রসঙ্গত, এই বঙ্গকন্যা আফগানিস্তানে একটি মার্কিন বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। গত পরশুদিনই তিনি দেশে ফিরে আসতে সক্ষম হন। ফিরে আসার পরও কর্মসূত্রে নিয়মিত তার আফগান সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। সোহিনীর দাবি তার মহিলা সহকর্মীদের প্রায় সকলেই বর্তমানে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে চাইছেন। এই পরিস্থিতিতে ভারত সরকারও আজ আফগান নাগরিকদের জন্য রিফিউজি ভিসা দিতে রাজি হয়েছে।