মৃত্যুর দেড় ঘন্টা আগেই উইকিপিডিয়া জানিয়ে দেয় সুশান্ত সিং রাজপূত মৃত! সম্ভব?
কলকাতা টাইমসঃ
যাবতীয় তথ্যপ্রমাণ বলছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে গত ১৪ জুন সকাল সাড়ে ১০ টা নাগাদ। অথচ দেখা যাচ্ছে, সুশান্তের মৃত্যুর খবর উইকিপিডিয়াতে আপডেট হয় সকাল ৮.৫৯ মিনিটে! কিভাবে সম্ভব এই ঘটনা। প্রশ্ন তুলছেন তার অসংখ্য ভক্তকুল। বিষয়টি সিবিআইকে খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন তারা।
জানা যাচ্ছে, উইকিপিডিয়া UTC অর্থাৎ Coordinated Universal Time অনুযায়ী ভারতীয় সময় থেকে সাড়ে ৫ ঘণ্টা পিছিয়ে থাকে। তাই সেখানে দেখানো ৮.৫৯ মিনিট ভারতীয় সময় অনুযায়ী দাঁড়াচ্ছে দুপুর ২.২৯ মিনিট। সুশান্তের পরিচারিকার বক্তব্য অনুযায়ী গত ১৪ জুন ১০ তা নাগাদ জুস নিয়ে ঘরে ঢুকে যান সুশান্ত। তার মৃত্যু হয় কোনো এক সময়।