January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

দেশভক্তি ও নৈরাজ্যবাদ

[kodex_post_like_buttons]

।। রজত পাল ।।

মাঝে মধ্যেই শুনি ‘আজাদ কাশ্মীর’-এর কথা। 1947 এ 562 টি ‘princely state’ ছিল । চুক্তি এমনই হয়েছিল, রাজারা ঠিক করবেন, ভারত বা পাকিস্তানে আসবেন, অথবা স্বাধীন থাকবেন । কাশ্মীরের তদানীন্তন রাজা স্বাধীন থাকা মনস্থ করায় পাকিস্তান আক্রমণ করলে হরি সিং ভারতের সাহায্য চান এবং পরে ভারতের অন্তর্ভূত হতে চান, সুরক্ষাজনিত কারণে ।
যারা গণভোটের কথা বলেন, তারা বর্ধমান, কোচবিহার সহ 562 টি সে সময়কার রাজ্যে ভোট চান কি?
আচ্ছা, জম্মু-কাশ্মীর রাজ্যটি কি শুধু একটি ধর্মের মানুষের ? লাদাখ অঞ্চলে কারা থাকেন ? জম্মু তে ? ঐ রাজ্যের 2/3 অংশ অঞ্চলের মানুষদের কথা কি ভেবেছেন কখনও ?
বলবেন সেনার অত্যাচারের কথা। ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি কাশ্মীরের সাধারণ মানুষ সরল এবং ভালো । তাদের বছরের পর বছর উসকায় কারা ? দেশের মধ্যে থাকা কোন মানুষগুলি ?
একাধিকবার কাশ্মীরে গেছি । অসুস্থ হলে স্থানীয় মানুষের সেবা যেমন পেয়েছি, রাস্তা অবরোধে নির্জন প্রান্তে আটকেও থেকেছি । সুন্দর স্বর্গীয় কাশ্মীর কে ঘৃণার উপত্যকা বানালো কারা ?
বলবেন দেশ মানি না, রাষ্ট্র হল নিষ্পেষণের যন্ত্র ! স্বাধীনতা অধিকার !
কি রকম অধিকার ! রাজ্য বা রাষ্ট্র কিছু নিয়ম মানতে বললেই নিষ্পেষণ ?
অবৈতনিক শিক্ষা দেবে , হাসপাতাল দেবে, মিড ডে মিল দেবে, রাস্তা -ঘাট দেবে, গরীবের আকাউন্ট এ টাকা দেবে , এটা ওটা সেটা বেনিফিট দেবে ( একটু খোঁজ নেবেন রাজ্য ও কেন্দ্র সরকার কি কি বেনিফিট দেয় ) আর আমরা ‘ ইয়ে আজাদী ঝুটা হ্যায় ‘, ‘ পাকিস্তান জিন্দাবাদ ( মুসলমান শুধু নয়, কয়েকটি হিন্দু কেও এসব post করতে দেখেছি, কাল কয়েকজনকে মারধোর খেতেও দেখলাম social media তে ) বলে গলা ফাটাব ?
বলবেন, কার টাকা কে দেয় ? ঠিক কথা । জনগণের টাকা জনগনকেই দেয় ।
বলবেন, আদানি – মালিয়া চুরি করে । ঠিক কথা । কিন্তু সুযোগ পেলে চুরি অন্য কেউ করবে না, তার guarantee আছে ? চোর তো আমার -আপনার মধ্যেই লুকিয়ে আছে । ঘুষ তো আমি আপনিই দিই ।

এ এক ভয়ংকর খেলা , কিছু মানুষ খেলছেন । রাজ্যকে ঘৃণা, দেশকে ঘৃণা, বাঙালি ভাবতে ঘৃণা, ভারতবাসী ভাবতে ঘৃণা ।
এবং নবীন প্রজন্মের ছেলে – মেয়েরা mostly affected. ….ঘৃণার নেশা ড্রাগের মতোন ।
আনন্দের কথা, গত দুদিন দেখলাম সব ধর্মের শুভবুদ্ধি মানুষ পথে নেমেছেন । এই ঘৃণার বিরুদ্ধে, জঙ্গি পনার বিরুদ্ধে ।
নিজের মাটিকে ভালোবাসুন । রাষ্ট্র কোনও ব্যক্তির নয় । অসৎ লোকের বিরুদ্ধে থাকুন, কিন্তু রাজ্য বা দেশের বিরুদ্ধে নয় ।
ঘর কে ভালোবাসুন, পাড়া কে বাসুন, জেলাকে বাসুন; বাসুন রাজ্য – দেশ ও বিশ্বকে ।
ঘৃণা নয় ভালোবাসা বন্টন করুন ।
একজন সাধারণ নাগরিক হিসাবে এ আমার আবেদন ।। ধৃষ্টতা মার্জনা করবেন ।।।

Related Posts

Leave a Reply