November 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বাংলা পাত্তা না দিলেও অনসূয়া  পেরেছে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ঙ্গললনার বিশ্বজয়া৷ কান মঞ্চে অনসূয়ার সেরাপ্রাপ্তি যেন বাংলাকেই জয়ের মুখ দেখাল৷ যদিও বাংলার বেশ কিছু নির্মাতের অভিযোগ বাংলা অনসূয়াকে ঠিক জায়গা দিতে পারল না৷ যা আগে কখনও হয়নি, তা-ই হল এ বছরের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে৷ প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত৷ তাঁর ‘দ্য শেমলেস’ ছবির জন্যে৷ এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন৷ তবে অনসূয়ার কর্মজীবনের শুরুটা অনেক বছর আগে৷ বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি৷ অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে৷
কলকাতার লেক গার্ডেন্সের মেয়ে অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী৷ কান থেকে বেশ কিছু ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় দিয়েছেন অনসূয়া৷ মাত্র চার দিনে শুট করা এই ছবির হাত ধরেই শ্রেষ্ঠ অভিনেত্রী তিনি৷ প্রথমে খবরটি শুনেই নাকি আনন্দে চেয়ারে বসেই নাচতেই শুরু করেন৷ বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে এক জন যৌনকর্মীর কথা৷ দিল্লির একটি পতিতাপল্লীতে এক জন পুলিশকে হত্যা করে পালায় সে৷ তবে শুধুই যে অভিনয় করেন তেমনটা নয়, অনসূয়া বলিউডে প্রোডাকশন ডিজ়াইনার হিসেবেও পরিচিত৷ সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজেও কাজ করেছেন তিনি৷

Related Posts

Leave a Reply