আর দেখা যাবে না গোল্ডেন বাবার সোনায় মোড়া বিলাসবহুল শোভাযাত্রা
কলকাতা টাইমসঃ
মারা গেলেন ‘গোল্ডেন বাবা’। আর দেখা যাবে না তার সেই বিলাসবহুল সোনার মিছিল। ২০১৩ সাল থেকে প্রতি বছর শরীরে ২০ কেজি সোনার গয়না পরে নিজের ২০ টি বিলাসবহুল গাড়ি নিয়ে রাজপথে শোভাযাত্রা বের করতেন এই স্বঘোষিত বাবা। এরপর থেকেই তার নাম হয় গোল্ডেন বাবা। আজ বুধবার দিল্লির এইমসে মৃত্যু হয় গোল্ডেন বাবার।
সাধু হওয়ার আগে আদতে গাজিয়াবাদের বাসিন্দা সুধীর কুমার মক্কড়ের কাপড়ের ব্যবসা ছিল। এক সময় কাপড়ের ব্যবসা ছেড়ে হরিদ্বারে হর কি পৌড়িতে ফুল, মালার ব্যবসা শুরু করেন গোল্ডেন বাবা। এরপর শুরু করেন সম্পত্তি কেনা বেচার ব্যবসা। ২০১৩ সালে দিল্লির গান্ধীনগরে একটি আশ্রম তৈরী করেন তিনি।জানা যায়, সর্বক্ষণ ২৫ থেকে ৩০ জন দেহরক্ষী গোল্ডেন বাবার সুরক্ষা নিশ্চিত করতেন।