নিজের চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে দিলেন এন্ড্রু কিশোর
কলকাতা টাইমসঃ
সত্তরের দশকে জন্ম নেওয়া দুপারবাংলার কিশোর কিশোরীদের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন এন্ড্রু এবং সাবিনা ইয়াসমিন। ভারতের লতা মঙ্গেস্কর এবং কিশোর কুমারের প্রায় প্রতিচ্ছবি হয়ে এই দুই শিল্পী শাসন করে গেছেন বাংলাদেশের সংগীত জগৎ। তখনকার সেই শিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। এই কিংবদন্তি শিল্পী এবার চিকিৎসার জন্য নিজের বাড়ি বিক্রিকরে দিলেন।
জানা গেছে, এন্ড্রু কিশোর নিজের শহর রাজশাহীতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটটিই বিক্রি করে দিয়েছেন তিনি। এন্ড্রু কিশোরের একনিষ্ঠ শিষ্য মোমিন বিশ্বাস জানান, এন্ড্রু কিশোরের পাশে দাঁড়িয়েছেন দেশের অনেক বিশিষ্টজন। কিংবদন্তি এই শিল্পীর ক্যান্সারের চিকিৎসার জন্যএখনো পর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।