‘দ্য কেপ্ট’ ছবির মাধ্যমে ৩ বছর পর ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি

কলকাতা টাইমসঃ
২০১৫ সালে ‘বাই দ্যা সি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল অ্যাঞ্জেলিনা জোলিকে। এরপর মাঝের প্রায় তিন বছর আর কোনো ছবিতে দেখা যায়নি হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে। এই সময় অবশ্য বার বার আলোচনায় এসেছেন ব্যক্তিগত বিষয় নিয়ে। এর মধ্যে ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ তাঁর জীবনের বড়ো ঘটনা।
অতঃপর আবারো ফিরছেন জোলি। ‘দ্য কেপ্ট’ নামের একটি থ্রিলার ছবির মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে তার। ২০১৪ সালে প্রকাশিত জেমস স্কটের উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। ছবির গল্পে দেখা যাবে, একটি বাড়িতে এক মা ও তার ১২ বছরের ছেলে ছাড়া বাকি সবাইকে রহস্যজনকভাবে খুন করা হয়। এরপর সেই ছেলেকে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নামেন ওই মহিলা। ওই মহিলার চরিত্রেই দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।