অনিল কাপুরের একসময়ের নায়িকা এখন বাস্তবে বেয়াইন হলেন
নিউজ ডেস্কঃ
অনিল কাপুর-টিনা মুনিম কে শেষ কবে পর্দায় দেখেছিলেন? আজ থেকে ঠিক ৩৫ বছর আগে। রাজীব রাই-য়ের ‘যুধ’ ছবিতে। তারপর পর্দা বা বাস্তবে আর একসঙ্গে দেখা যায়নি তাদের। সিনে দুনিয়ায় এই দুই তারকা তেমন ছাপ ফেলতে না পারলেও বাস্তবে তারা ‘বেয়াই-বেয়াইন’ সম্পর্কে আবদ্ধ হয়েছেন।
কীভাবে? সম্প্রতি, অনিলের বোন রীণার ছেলে মোহিত মারওয়া বিয়ে করেছেন টিনার বোন ভাবনা মতিওয়ালার মেয়ে অন্তরাকে। সেই অনুযায়ী অন্তরার মামা শ্বশুর হলেন অনিল। আর এই সূত্রেই পর্দার দুই তারকা বাস্তবে ‘বেয়াই-বেয়াইন’! দুবাইতে খুব ধুমধাম করে বিয়ে হয়েছে তাদের। দু’পক্ষের সবাই হাজির ছিলেন বিয়েতে। আত্মীয়তার বাঁধনে বাঁধা পড়ল হেভি ওয়েট দুই পাঞ্জাবি-গুজরাটি পরিবার। আর এভাবেই বাস্তবে বেয়াই-বেয়াইন অনিল কাপুর টিনা আম্বানি!!