November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কেড়ে নেওয়া শিশুদের মা-বাবার কাছে অবিলম্বে ফিরিয়ে দেওয়া এবং অভিবাসন নীতি বদলের দাবিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে একযোগে বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার সাধারণ মানুষ। শনিবার আমেরিকার রাজপথ ট্রাম্প-বিরোধী স্লোগানে মুখরিত ছিল। বিক্ষোভে অংশগ্রহণকারীর সিংহভাগই ছিলেন শ্বেতাঙ্গ নারী-পুরুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। 

অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সাম্প্রতিক সময়ে অনেক কর্মসূচি নেওয়া হলেও শনিবারের কর্মসূচির মেজাজ ছিল একেবারেই ভিন্ন। সকলেই দাবি তুলেছেন ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইনটি বিলুপ্তির জন্যে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিপন্ন হতে চলেছে বলেও বিক্ষোভ থেকে অভিযোগ করা হয়। কর্মসূচি চলার সময় হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় উল্লেখ করেছেন যে, ডেমক্র্যাটদের কারণে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপদ করা সম্ভব হচ্ছে না।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কর্মসূচিতে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং নির্বাচিত কংগ্রেসওম্যান করটেজ। তারা ক্ষোভের সাথে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিশেষ করে মেক্সিকো সীমান্ত পাড়ি দেওয়ার সময় ধৃতদের কাছে থেকে শিশুদের কেড়ে নেওয়ার ঘটনাকে অমানবিক এবং যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সাথে মানায় না বলে উল্লেখ করেন। ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, ডালাস, লস এঞ্জেলেস, মায়ামী, আটলান্টা, ডেট্রয়েট, শিকাগো, ফিনিক্স, আটলান্টিক সিটিসহ বিভিন্ন শহরে একযোগে এই কর্মসূচি নেওয়া হয়। 

Related Posts

Leave a Reply