মেহুলকে ফেরানো এবার কঠিন হয়ে দাঁড়াল ভারতের
মেহুল চৌকসিকে ভারতে ফেরানোটা এবার কঠিন হয়ে দাঁড়াল। কারণ অ্যান্টিগুয়া ও বারবুদার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, চোক্সিকে সেই দেশ থেকে অপসারণ করা যাবে না। তাঁকে নিয়ে যাওয়া যাবে না অন্য কোথাও।
কয়েক মাস আগে ভারত সরকারের পক্ষ থেকে মেহুল চোক্সির বিরুদ্ধে রেড কর্ণার নোটিস জারি করা হয়েছিল। আইনজ্ঞদের মতে, অ্যান্টিগুয়া ও বারবুদা হাইকোর্টের এই নির্দেশের পর চোক্সির বিরুদ্ধে জারি করা রেড কর্ণার নোটিস কোনও কাজে দেবে না। এই দ্বীপরাষ্ট্র থেকে মেহুল চোক্সিকে প্রত্যর্পণ করাতে হলে নতুন আইনি পদক্ষেপ করতে হবে। ফলে আপাতত স্বস্তিতেই মেহুল চোক্সি।
মেহুল চোক্সি আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন, তাঁকে জোর করে ডোমিনিকাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর চলে অমানবিক অত্যাচার। এই ঘটনার তদন্ত চেয়ে অ্যান্টিগুয়া এবং বারবুদার হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন চোক্সি।
গত বছর একটি ছবি সামনে এসেছিল। যেখানে দেখা গিয়েছিল ডোমিনিকোতে প্রিজন ভ্যানে বসে রয়েছেন মেহুল চোক্সি। তাঁর চোখ রক্তজবার মতো লাল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা খেলাপির অভিযোগ রয়েছে এই হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে।