অনুব্রতের বিরুদ্ধে নেই তথ্যপ্রমান, বেকসুর খালাস
কলকাতা টাইমস :
২০১০ সালের মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস করা হল অনুব্রত মণ্ডলকে । তথ্যপ্রমাণের অভাবে অনুব্রতকে এই মামলায় বেকসুর খালাস করল বিধাননগরের এমপি-এমএলএ আদালত।
এর আগে ১ সেপ্টেম্বর মঙ্গলকোট মামলায় হাজিরা দিয়েছিলেন অনুব্রত। শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রতকে। তারপর তাঁকে নিয়ে আসা হয় বিধাননগরে। এই মামলায় অনুব্রতর সঙ্গেই অভিযুক্ত ছিলেন আরও ১৪ জন। প্রত্যেককেই বেকসুর খালাস করেছে আদালত।
২০১০ সালের ৫ মার্চ মঙ্গলকোট থানার লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মল্লিকপুর গ্রামে সন্ধেবেলা বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বিস্ফোরণে কেবুলাল শেখ নামের একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই বছরই অক্টোবর মাসে চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।