November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular অন-এ-প্লেট ব্যবসা ও প্রযুক্তি সফর

যে রেস্তোরায় বিনা পয়সায় খাবার খেতে পারেন যে কেউ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

রেস্তোরাঁয় ফ্রিতে খাবার। শুনেই চমকে উঠতে পারেন আপনি। ব্রিটিশ সংবাদপত্র ডেইলিমেল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাপানের টোকিও-তে মিরাই সোকুডো নামে রেস্তোরাঁ তাদের গ্রাহকদের জন্য আজব নিয়ম চালু করেছে। জানা গেছে, রেস্তোরাঁতে গ্রাহকদের জন্য বিনা পয়সায় খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার বদলে ৫০ মিনিট খাটতে হবে হোটেলের হয়ে!

২০১৬ সালে রেস্তোরাঁটি চালু করেন সেকাই কোবায়াশি নামে এক ব্যক্তি। রেস্তোরাঁটিতে এখনও পর্যন্ত ৫০০ জনকে বিনা পয়সায় খাবার দেওয়ার চুক্তি হয়েছে বলে জানা গেছে। তবে খাবার খাওয়ার পর তাঁদের রেস্তোরাঁর বিভিন্ন কাজ, যেমন বাসন মেজে দেওয়া থেকে অর্ডার নেওয়া করতে হয়। মূলত গরীব গ্রাহকদের কথা ভেবেই এই ব্যবস্থা। রেস্তোরাঁটিতে কোবায়াশিই একমাত্র স্থায়ী কর্মী। বাকি যারা রয়েছেন, তারা বিনা পয়সায় খাবার খাওয়া গ্রাহক।

Related Posts

Leave a Reply