চিনে টিভি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে সঞ্চালকের সঙ্গে দুর্ব্যবহার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
কলকাতা টাইমসঃ
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি নিজের ব্যবসার কাজে চীন সফরে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়লেন। চীনের একটি টিভি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। চ্যানেল কতৃপক্ষকে কথা দিয়েও নির্ধারিত সময়ের অনেক পরে স্টুডিওয় উপস্থিত হন রোনাল্ডো। সাক্ষাৎকার চলাকালীন উপস্থাপকের তাকে অবসর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে হঠাৎই ক্ষেপে যান তিনি। প্রশ্ন শুনে অত্যন্ত বিরক্ত হয়ে রোনাল্ডো বলেন, ‘এটাই কিন্তু শেষ প্রশ্ন। আর আমি এখন আমার ফুটবল জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’
রোনাল্ডোর এমন আচরণে অবাক হয়ে অনুষ্ঠানের উপস্থাপক চিনা সঙ্গীতশিল্পী গাও জিয়াও সং ওয়েবসাইটে লেখেন, আমি রোনাল্ডোকে অসম্ভব পছন্দ করি। এই জন্যই তার সাক্ষাৎকার নিতে রাজি হয়ে যাই। কিন্তু ওর ব্যবহার আমার অদ্ভুত লেগেছে।’ ওর কাছ থেকে এতটা রুঢ় ব্যবহার পাব ভাবিনি। জানিনা এই প্রশ্নটায় ওর কী সমস্যা হয়েছিল। আমি তো জানি পশ্চিমি সংবাদমাধ্যমে তাকে বহুবার এই প্রশ্ন করা হয়েছে। সেখানে অত্যন্ত ভদ্রভাবে তার উত্তরও দিয়েছে।’
গাও আরো দাবি করেছেন, কী কী প্রশ্ন করা হবে তা আগেই লিখিতভাবে তাকে দেওয়া হয়েছিল।রোনাল্ডো যা নিয়ে কোনো আপত্তি করেনি। উপস্থাপক দুঃখ করে বলেছেন, অতীতে তিনি বিল গেটস, বিল ক্লিন্টনদের মতো ব্যক্তিত্বদেরও সাক্ষাৎকার নিয়েছেন। কিন্তু কখনো এরকম ব্যবহার পাননি।