আ্যাপল আইফোন এবার ভাঁজ করে পকেটে রাখা যাবে
নিউজ ডেস্কঃ
ভাঁজ করা স্মার্টফোনের খবর নতুন কিছু নয়। তবে আইফোন যদি এমন ফিচার নিয়ে আসে, তাহলে অবশ্যই তার আকর্ষণ বেড়ে যাবে বহুগুণে। শোনা যাচ্ছে এবার নাকি ফোল্ডিং স্মার্টফোন ফোন নিয়ে আসছে আ্যাপল।
জানা গেছে, বছর দুয়েকের মধ্যে ভাঁজ করা আইফোন নিয়ে আসতে চলেছে অ্যাপল। তাদের এশীয় সহযোগীর সঙ্গে হাত মিলিয়ে ভাঁজ করা যায় এমন আইফোন তৈরির কাজে নেমেছে অ্যাপল। মনে করা হচ্ছে, অন্যান্য আইফোনের সঙ্গে এই নতুন মডেলের খুব বেশি পার্থক্য থাকবে না। হয়ত দৈর্ঘ্য ও প্রস্থে একটু বাড়বে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আইফোন এক্সের নকশায় বিশাল পরিবর্তন এনেছে অ্যাপল। একেবারে শুরু থেকে থাকা হোম বাটন সরিয়ে দেওয়া হয়েছে। এবার এই ভাঁজ করা আইফোন অ্যাপলের নকশায় আরেকটি যুগান্তকারী পরিবর্তন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এরই মধ্যে স্যামসাং জানিয়ে দিয়েছে, ভাঁজ করা গ্যালাক্সি এক্স বাজারে আনছে তারা।