‘তুমি কি সত্যিই স্টার?’ কাজলকে কে বলল এ কথা?
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বলিউডে দীর্ঘ ক্যারিয়ার কাজলের। অভিনয়ের পারদর্শীতার প্রমাণ দীর্ঘ কয়েক বছর ধরে দিয়েছেন তিনি। এক কথায় বি-টাউনের প্রথম সারির তারকাদের তালিকায় তার নাম থাকবেই। কিন্তু তাকেই প্রশ্ন করা হয়েছে, ‘তুমি কি সত্যিই তারকা?’ এ প্রশ্ন কে করেছে নায়িকাকে? রহস্য ফাঁস করলেন কাজল স্বয়ং।
‘কফি উইথ করণ’-শো-এ গিয়েছিলেন অজয় দেবগণ এবং কাজল। সেখানেই করণের প্রশ্নের উত্তরে এই রহস্য ফাঁস করেন নায়িকা। করণ এবং কাজলের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সে কারণেই এই তথ্য ফাঁস করার জন্য কাজল বন্ধুর শো’কেই বেছে নিয়েছিলেন বলে মনে করছেন বলিউড মহলের একটা বড় অংশ।
কাজল হাসতে হাসতে বলেন, ‘আমার ছেলে যুগ একবার জিজ্ঞেস করেছিল, তুমি কি সত্যিই স্টার? তুমি কি সত্যিই এতটাই গুরুত্বপূর্ণ? আমি হেসে বলেছিলাম, আমি তো তাই মনে করি।