November 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কাতার বিশ্বকাপে বিরল রেকর্ডের হাতছানি আর্জেন্টিনার সামনে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাতার বিশ্বকাপে বিরল রেকর্ডের হাতছানি লিওনেল মেসিদের দল আর্জেন্টিনার সামনে। একটানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়তে পারে আর্জেন্টিনা। প্রসঙ্গত ২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এরপর আর কোনো ম্যাচ হারতে হয়নি আর্জেন্টিনাকে। প্রায় তিন বছরে একটানা ৩৫টি ম্যাচ অপরাজিত রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ইতালির। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সাল পৰ্যন্ত টানা ৩৭টি ম্যাচ অপরাজিত ছিল তারা। এর মধ্যে ৩০টি ম্যাচে জয় এবং বাকি ৭টি ম্যাচ ড্র করে তারা। গতকাল অর্থাৎ মঙ্গলবার জ্যামাইকার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। যদিও টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নজির রয়েছে আলজেরিয়া, স্পেন ও ব্রাজিলেরও। কাতার বিশ্বকাপের আগে আগামী ১৬ নভেম্বর আবুধাবিতে আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে লিওনেল মেসিরা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে নিজেদের অক্ষত রাখতে পারলেই টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর মেক্সিকোর বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই ইতালিকে টপকে বিরল রেকর্ডের মালিক হবে আর্জেন্টিনা।

Related Posts

Leave a Reply