November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

মাঠে আপত্তিকর স্লোগান দেওয়ার অপরাধে আর্জেন্টিনাকে বড় অঙ্কের জরিমানা ফিফার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সমর্থকদের উশৃঙ্খল আচরণের কারণে বড় ধরনের জরিমানার মুখে পড়ল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা আর্জেন্টিনাকে ১ লাখ ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করলো।

ফিফার বিশ্বকাপ পরিচালনা পর্ষদ জানিয়েছে, ‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে আপত্তিকর স্লোগান দেওয়ার অপরাধে এই জরিমানা করা হয়েছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর আর্জেন্টিনা সমর্থকরা একদিকে যেমন হতাশায় ভেঙে পড়েন তেমনি নানান আপত্তিকর ভাষায় স্লোগানও দিতে থাকেন। ক্রমশই পুরো মাঠে ছড়িয়ে পরে সেই স্লোগান। এক সময়ে গ্যালারির কিছু অংশে মারামারির মতো অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা।

এই ব্যাপারে এএফএ’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। হাতের জিনিসপত্র ছুঁড়ছিলেন। পাশাপাশি অপমানজনক স্লোগান দিচ্ছিলেন, যা মাঠের পরিবেশ নষ্ট করেছে। যার ফলে ওইদিন খেলা কাভারেজে থাকা সংবাদিকরা কোনো খেলোয়াড়ের সাক্ষাৎকারও নিতে পারেনি।’

 

Related Posts

Leave a Reply