১৫ বছর বয়সে গ্রেফতার: ৮৩ বছরে মুক্তি !
কলকাতা টাইমসঃ
মাত্র ১৫ বছর বয়সে গ্রেফতার হওয়ার পর ৮৩ বছর বয়সে মুক্তি পেলেন এক ব্যক্তি। দীর্ঘ ৬৮ বছর কারাগারে বন্দি থাকা এই ব্যক্তিই আমেরিকার ইতিহাসে দীর্ঘদিন বন্দি থাকা কোনো কিশোর অপরাধীর তকমা পেতে চলেছেন। গত ১১ ফেব্রুয়ারি পেনিসেলভেনিয়ার একটি আদালত থেকে জো লিগন নাম ওই ব্যক্তি মুক্তি পেয়েছেন বলে জানা যাচ্ছে।
১৯৫৩ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ১৫ বছর বয়সে জো লিগনকে গ্রেফতার করা হয়েছিলো। ফিলাডেলফিয়ায় একটি ডাকাতি এবং খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় তাকে। সেদিনের ওই ঘটনায় মোট ৬ জন আহত এবং ২ জন নিহত হনবলে খবর। ছাড়া পাওয়ার মুহূর্তে জো’র আইনজীবী ব্র্যাডলি ব্রিজ জানান, ১৯৫৩ সালে যে শিশুটি অপরাধ করেছিল সে আর নেই। ২০২১ সালে জেল থেকে মুক্তি পেয়েছেন ৮৩ বছরের এক বৃদ্ধ।