২৪ হাজার বার ফোন করে গ্রেফতার !
কলকাতা টাইমসঃ
দু‘মাসে ২৪ হাজার বার টোল-ফ্রি নম্বরে ফোন করে গ্রেফতার হলেন এক বৃদ্ধ। জানা গেছে, অবসর নেওয়ার পর সময়মত পেনশন না মেলায় কোম্পানির গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীদের ফোন ক্ষোভ উগড়ে দিতেন তিনি। শেষপর্যন্ত সহ্যের মাত্রা ছাড়ালে পুলিশের দ্বারস্থ হন কর্মীরা।
জাপানের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি কেডিডিআইয়ের ঘটনা। ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, শুধু নিজের ফোন থেকেই নয় পাবলিক টেলিফোন বুথ থেকেও হাজার হাজার বার ফোন করেছেন তিনি। পুলিশের দাবি মূলত কর্মীদের উত্যক্ত করতেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। ব্যবসার কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।