সর্বোচ্চ টেস্ট জয়ী ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি
কলকাতা টাইমসঃ
ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়ে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নশিপের দৌড়ে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই যাত্রা শুরু করলো ভারতীয় দল। এই সিরিজ জয়ের সুবাদে বিরাট কোহলির মুকুটে যোগ হলো এক অনন্য রেকর্ড। এখন তিনিই সর্বোচ্চ টেস্ট জয়ী ভারতীয় অধিনায়ক।
তার নেতৃত্বে টেস্ট ক্রিকেটে ২৮টি জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল মহেন্দ্র সিং ধোনির। ধোনির জয় পেয়েছিলেন ২৭ টেস্টে। ধোনির আগে রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলির। ২১ টেস্টে ভারতকে জয় এনে দিয়েছিলেন তিনি। মহম্মদ আজহারউদ্দিনের দখলে ছিলো ১৪টি জয়। এখনো দীর্ঘ ক্যারিয়ার বাকি পরে রয়েছে বিরাট কোহলির।