মার্কিন তোষণের ফলে আফগানিস্তানে বিনিয়োগ করা ২২ হাজার কোটি টাকা জলে গেলো ভারতের
কলকাতা টাইমসঃ
আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে আফগানিস্তানের পরিকাঠামো উন্নয়নের জন্য মোদী সরকারের প্রায় ২২ হাজার কোটি টাকা আপাতত জলে গেলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, আফগানিস্তানের সংসদ ভবন নির্মাণ থেকে শুরু করে স্টেডিয়াম সহ ক্রীড়াক্ষেত্রে প্রচুর সাহায্য করে ভারত। বিশেষত ক্রিকেটের অভাবনীয় পরিকাঠামো উন্নয়নের ফলেই উঠে আসেন রশিদ খান নামের বিশ্বত্রাস স্পিনার।
বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন প্ররোচনার ফাঁদে পা দিয়ে রাশিয়ার সঙ্গে সক্ষতা ত্যাগ করে আমেরিকার দিকে ঝুকে পড়ে মোদী সরকার। গত কুড়ি বছর ধরে আফগানিস্তানকে তালিবান শ্বাসন থেকে মুক্ত করতে সামরিক সাহায্য চালিয়ে যায় আমেরিকা। সেই সুযোগকে কাজে লাগিয়েই সেদেশে বিনিয়োগ শুরু করে মোদী সরকার। কিন্তু হঠাৎ করেই মার্কিন সেনা সেদেশ ছাড়ার পর মাত্র তিন মাসের মধ্যেই গোটা আফগানিস্তান নিজেদের দখলে নেয় তালেবানরা।