November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা সফর

বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে পৃথিবীর সবকটি দেশ বেড়িয়ে আসতে চলেছেন এই মহিলা !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিশ্বের সবগুলো দেশ ভ্রমণ করেছেন এমন মানুষের সংখ্যা প্রায় দেড়শ। আর তাদের অধিকাংশই ইউরোপিয়ান বা আমেরিকান। কিন্তু যদি একজন কালো চামড়ার মহিলা বিশ্বের সবগুলো দেশ ভ্রমণ করতে চান তখন?  আর সেই কঠিন কাজটিই করতে চলেছেন জেসিকা নাবঙ্গো।

জাতিসংঘের হিসাবে বিশ্বে দেশের সংখ্যা ১৯৩টি সবগুলো দেশ ভ্রমণ করতে পারলে তিনি হবেন বিশ্বের সবগুলো দেশ ভ্রমণ করা প্রথম কালো চামড়ার মহিলা। জেসিকা নাবঙ্গো শপথ করেছেন তিনি বিশ্বের সবগুলো দেশ ঘুরে দেখতে চান। আর এজন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছেন তিনি। নাবঙ্গো অবশ্য কিছুটা সুবিধা পাচ্ছেন জাতিসংঘ থেকে। কারণ তিনি জাতিসংঘের একজন কর্মী। আর তিনি জন্মগ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

নাবঙ্গো অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করছেন। পাশাপাশি তার রয়েছে উগান্ডার একটি পাসপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট দিয়ে উত্তর কোরিয়া ও ইরান ভ্রমণ করা দুরুহ কাজ। তাই তিনি উগান্ডার পাসপোর্ট দিয়ে এই দুটি দেশ ভ্রমণ করার পরিকল্পনা করেছেন। ২০১৬ সালে নাবঙ্গো তার স্বপ্নের যাত্রা শুরু করেন। এখনও পর্যন্ত তিনি ১০৯টি দেশ ভ্রমণ করে ফেলেছেন। এ বছর শেষেই এই সংখ্যাটি ১৭২ পৌঁছাবে। তিনি আশা করছেন বাকি দেশগুলোতে ভ্রমণ শেষ করবেন ২০১৯ সালের মধ্যেই।

 

Related Posts

Leave a Reply