সিরিয়ায় বড়ো সাফল্য আসাদের, শেষ আশ্রয়স্থল কুয়ালমোন ছাড়ছেন বিদ্রোহীরা
নিউজ ডেস্কঃ
৭ বছরের গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। এবার রণে ভঙ্গ দিয়ে রাজধানী দামাস্কার উত্তর-পূর্বাঞ্চলের কুয়ালমোন ছিটমহল ছাড়ছেন বিদ্রোহীরা। আত্মসমর্পণের চুক্তি করে শনিবার থেকেই বিদ্রোহীরা নিজেদের কুয়ালমোন থেকে সরে যেতে শুরু করেছেন। বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলের দিকে চলে যাচ্ছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বিদ্রোহীদের রণেভঙ্গ দেওয়ার এই চুক্তিকে আসাদ সরকারের আরেকটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।
দামেস্ক থেকে ৪০ কিলোমিটার দূরে কুয়ালমোন ছিটমহল থেকে বিদ্রোহীদের অপসারণের পর সেটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে। ইরান ও রাশিয়া সমর্থিত আসাদ সরকার দামেস্কের নিকটবর্তী ঘাঁটি থেকে বিদ্রোহীদের উৎখাত করতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। পূর্ব ঘৌটায় বিদ্রোহীদের আত্মসমর্পণের মধ্য দিয়ে দেশটির বিদ্রোহীদের পরাজয়ে নতুন গতি পেয়েছে। কারণ পূর্ব ঘৌটা ছিল বিদ্রোহীদের সর্বশেষ বড় ঘাঁটি।