অমিত শাহকে সম্মুখ সমরে আহ্বান জানালেন আসাদউদ্দিন ওয়েইসি
কলকাতা টাইমসঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মুখোমুখি বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে। এবার অমিত শাহকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি। এআইএমআইএম এর প্রধান স্বরাষ্ট্র মন্ত্রীকে তার সঙ্গে বিতর্কে বসার আহ্বান জানালেন। স্বরাষ্ট্র মন্ত্রীকে তার কটাক্ষ, আমার সঙ্গে বিতর্কে বসুন। দাড়িওয়ালা লোকের সঙ্গে বিতর্কে বসলে চ্যানেলের টিআরপিও বাড়বে।’
সম্প্রতি তেলেঙ্গানার করিমনগরের একটি জনসভা থেকে অমিত শাহকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওয়েইসি। হয়দরাবাদের এই সাংসদের বক্তব্য, ‘আমার সঙ্গে বিতর্কে বসুন। আমি সিএএ, এনআরসি এবং এনআরপি নিয়ে বিতর্কে বসতে রাজি। গতকাল লখনউয়ের সভা থেকে অমিত শাহ বলেন, ‘প্রতিদিন তৃণমূল কংগ্রেস খালি ‘কা কা কা কা’ করছে। আমি সবাইকে আশ্বস্ত করছি, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।’