অ্যাসেজই বাঁচিয়ে রাখছে টেস্ট ক্রিকেট -সৌরভ
কলকাতা টাইমসঃ
অ্যাসেজ দেখালো আধুনিক ক্রিকেটের বডিলাইন টেস্ট ক্রিকেট। এই ম্যাচের দর্শকরা সাক্ষী থেকেছে স্টিভ স্মিথের সাহসী ব্যাটিং এবং জোফ্ররা আর্চারের আগুনে বোলিংয়ের। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চিরকালীন অ্যাসেজের প্রশংসায় পঞ্চমুখ। তিনি এক টুইট বার্তায় জানান, অ্যাসেজের খেলাই টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করেছে। বাকি বিশ্বকেও তাদের মান আরো বাড়াতে হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বর্তমানে শ্রীলঙ্কা খেলছে নিউজিল্যান্ড এর সঙ্গে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডকে হারিয়ে তারা ৬০ পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়া একটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে পেয়েছে ৩২ পয়েন্ট। তারা দ্বিতীয় স্থানে। ইংল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে ৮ পয়েন্ট নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২২ আগস্ট অ্যান্টিগুয়ায় শুরু হতে চলেছে ভারতের জার্নি।