November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

আর্থিক সমস্যা দূর করার মহামন্ত্র, এই দিন পথ মন্ত্র পাঠ করলে উপকার হাতেনাতে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মানুষ তার জীবনের একটি বড় অংশ ধন-সম্পদ উপার্জনে ব্যয় করে থাকেন। কিছুজন এতে সহজেই সাফল্য পেয়ে যান, কিন্তু অনেক মানুষকেই এর জন্য অনেক লড়াই করতে হয়। জীবনের অর্থনৈতিক সমস্যাগুলি কাটিয়ে উঠতে শাস্ত্রে অনেক উপায়ের কথা উল্লেখ করা আছে। এই উপায়গুলির সাহায্যে সমস্যার সমাধান করা যেতে পারে। শাস্ত্রে অর্থ সম্পর্কিত সমস্যার সমাধান করার উপায়ও বলা আছে। আর্থিক স্থিতিকে আরও ভাল করতে দেবী লক্ষ্মী-কে সন্তুষ্ট করা উচিত।

দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে অষ্টলক্ষ্মী স্তোত্র পাঠ করুন। দেবী লক্ষ্মীর পূজা করার সময় সঠিকভাবে অষ্টলক্ষ্মী স্তোত্র পাঠ করুন, তাহলে আপনার অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান অবশ্যই হবে।

অষ্টলক্ষ্মী স্তোত্র পূজা বিধি সর্বপ্রথমে গঙ্গাজল দিয়ে ঘর পবিত্র করে নিন। বাড়ির ঈশান কোণে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন। এবার অষ্টলক্ষ্মীর নাম জপ করুন এবং ধূপ, প্রদীপ এবং সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন। অষ্টলক্ষ্মী মন্ত্র জপ করুন এবং পূজার পরে মা লক্ষ্মীর ব্রত কথা শুনুন। পূজার সময় এই বিষয়ের দিকে বিশেষ নজর দিন

ক) পুজোর সময় হালকা পোশাক পরুন।

খ) পূজার স্থান অবশ্যই পবিত্র হতে হবে। এর জন্য আপনি গঙ্গাজল ছেটাতে পারেন।

গ) পূজা-পাঠ শেষে মা লক্ষ্মীর কাছে ক্ষীর ভোগ হিসেবে দিন।

ঘ) এই পূজার প্রসাদ পরিবারের সকল সদস্যকে দিন।

শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্রম্ আদিলক্ষ্মী সুমনস বন্দিত সুন্দরি মাধবি চন্দ্র সহোদরি হেমমযে।

মুনিগণ বন্দিত মোক্ষপ্রদায়িনী মঞ্জুল ভাষিণী বেদনুতে।

পঙ্কজবাসিনী দেবসুপূজিত সদ-গুণ বর্ষিণী শান্তিনুতে।

জয় জয় হে মধুসূদন কামিনী আদিলক্ষ্মী পরিপালয় মাম্।

ধান্যলক্ষ্মী অহিকলি কল্মষ নাশিনী কামিনী বৈদিকরূপিণী বেদমযে।

ক্ষীরসমুদ্ভব মঙ্গলরূপিণী মন্ত্রনিবাসিনী মন্ত্রনুতে।

মঙ্গলদায়িনী অম্বুজবাসিনী দেবগণাশ্রিত পাদযুতে।

জয় জয় হে মধুসূদন কামিনী ধান্যলক্ষ্মী পরিপালয় মাম্।

ধৈর্যলক্ষ্মী জয়বরবর্ষিণী বৈষ্ণবী ভার্গবী মন্ত্র স্বরূপিণী মন্ত্রময়ে।

সুরগণ পূজিত শীঘ্র ফলপ্রদ জ্ঞান বিকাসিনী শাস্ত্রনুতে।

ভবভয়হারিণী পাপবিমোচনি সাধু জনাশ্রিত পাদযুতে।

জয় জয় হে মধুসূদন কামিনী ধৈর্যলক্ষ্মী সদাপালয় মাম্।

গজলক্ষ্মী জয় জয় দুর্গতিনাশিনী কামিনী বৈদিক রুপিণী বেদমযে।

রধগজ তুরগপদাতি সমাবৃত পরিজন মণ্ডিত লোকনুতে।

হরিহর ব্রহ্ম সুপূজিত সেবিত তাপ নিবারিণী পাদযুতে।

জয় জয় হে মধুসূদন কামিনী গজলক্ষ্মী রূপেণ পালয় মাম্।

সন্তানলক্ষ্মী অহি খগবাহিনী মোহিনী চক্রিণী রাগবিবর্ধিনী জ্ঞানময়ে।

গুণগণবরিধী লোকহিতৈষিণী সপ্তস্বর ভূষিত গাননুতে।

সকল সুরাসুর দেব মুনীশ্বর মানব বন্দিত পাদযুতে।

জয় জয় হে মধুসূদন কামিনী সন্তানলক্ষ্মী পরিপালয় মাম্।

বিজয়লক্ষ্মী জয় কমলাসনি সদ্গতিদায়িনী জ্ঞানবিকাসিনী গানময়ে।

অনুদিনমর্চিত কুঙ্কুম ধূসর ভূষিত বসিত বাদ্যনুতে।

কনকধরাস্তুতি বৈভব বন্দিত শঙ্করদেশিক মান্যপদে।

জয় জয় হে মধুসূদন কামিনী বিজয়লক্ষ্মী পরিপালয় মাম্।

বিদ্যালক্ষ্মী প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গবী শোকবিনাশিনী রত্নময়ে।

মণিময় ভূষিত কর্ণবিভূষণ শান্তি সমাবৃত হাস্যমুখে।

নবনিধিদায়িনী কলিমলহারিণী কামিত ফলপ্রদ হস্তযুতে।

জয় জয় হে মধুসূদন কামিনী বিদ্যালক্ষ্মী সদাপালয় মাম্।

ধনলক্ষ্মী ধিমিধিমি ধিন্ধিমি ধিন্ধিমি দিন্ধিমী দুন্দুভি নাদ সুপূর্ণময়ে।

ঘুমঘুম ঘুঙ্ঘুম ঘুঙ্ঘুম ঘুঙ্ঘুম শঙ্খনিনাদ সুবাদ্যনুতে।

বেদ পুরাণেতিহাস সুপূজিত বৈদিক মার্গ প্রদর্শযুতে।

জয় জয় হে মধুসূদন কামিনী ধনলক্ষ্মী রূপেণ পালয় মাম্।

Related Posts

Leave a Reply