চতুর্থ টেস্টে আশঙ্কায় অশ্বিন!
কলকাতা টাইমসঃ
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে হার মানার পরে তৃতীয় টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। চতুর্থ টেস্টের বল গড়ানোর আগে ভারতই এগিয়ে রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু চতুর্থ টেস্টের আগেই ভারতের জন্য দুঃসংবাদ। দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে অনিশ্চিত।
কুঁচকির চোটের জন্য অশ্বিনকে নিয়ে হঠাৎই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তৃতীয় টেস্টেও পুরোদস্তুর সুস্থ ছিলেন না তামিলনাড়ুর এই স্পিনার। যেকারণে ডান হাতি অফ স্পিনারের কাছ থেকে কাঙ্খিত পারফরম্যান্স পাওয়া যায়নি। ইংল্যান্ডের মাত্র একটি উইকেট দখল করতে সক্ষম হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে মাত্র এক ওভার হাত ঘোরান তিনি। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ২২.৫ ওভার বল করেন। এজবাস্টনে অবশ্য ৬ টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
অশ্বিন যদি গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে খেলতে না পারেন, তাহলে রবীন্দ্র জাদেজা হয়তো তার জায়গা নেবেন। কিন্তু নিন্দুকরা বলছেন অন্য কথা। তাদের বক্তব্য, জাদেজাকে প্রথম একাদশে রাখা জুয়া খেলার সামিল হবে। কারণ বাঁ হাতি এই স্পিনার দীর্ঘদিন দেশের হয়ে বিদেশের মাটিতে টেস্টে নামেননি। ফলে রবীন্দ্র জাদেজাকে কি অশ্বিনের বিকল্প হিসেবে দেখা যাবে চতুর্থ টেস্টে? সংশয় থেকেই যাচ্ছে। চতুর্থ টেস্টের আগে দলগঠন নিয়ে কোহলিকে একাধিকবার ভাবতে হবে।