যৌথ বাহিনীর হামলার আগেই সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ !
নিউজ ডেস্কঃ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশের রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন। তিনি এখন ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন বলে খবর। মধ্যপ্রাচ্যের অসমর্থিত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় বিমান হামলা চালায়। আর এই হামলার আগেই নাকি রাজধানী দামেস্ক থেকে সপরিবারে সরে পড়েছেন বাশার আল আসাদ। সোশ্যাল মিডিয়াতেও এই খবর প্রচারিত হচ্ছে। সূত্র বলছে, মার্কিন জোটের বিমান হামলার আগেই আসাদকে নিয়ে এক বিরাট কনভয়কে পাহারা দিয়ে লেবানন সীমান্তবর্তী এলাকায় নিয়ে যায় রাশিয়ার সেনাবাহিনী।
এদিকে, সাউত রেডিও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনীর কনভয়ে করে সিরিয়ান-লেবানন সীমান্তের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কিন্তু আসাদের ঘনিষ্ঠ একটি সূত্র এই ধরনের খবর নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে।