অসমের বাঙালিদের পৃথক রাজ্যের দাবি
কলকাতা টাইমসঃ
বাঙালিদের আলাদা করে অসম ভেঙে দু’ভাগ করার দাবি উঠলো সে রাজ্যে। এনআরসিকে স্বাগত জানানো অসম এবার অন্য আগুন জ্বলার আশংকায় দিন গুনছে। একদিকে অসমের ভুমিপুত্ররা অন্যদিকে অসমে বসবাসকারী বাঙালিরা। অসমিয়া ভাষাকে সেখানে বাধ্যতামূলক করা হবে, শাসক দলের তরফের এই দাবির পরই নতুন করে অশান্তির মেঘ ঘনাতে শুরু করেছে অসমে।
গতকাল অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্যে অসমিয়া ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে বরাক, বড়ো টেরিটোরিয়াল কাউন্সিল এলাকা এবং ডিমা–হাসাও জেলা ছাড়া বাকি সর্বত্র। তাদের দাবি, আসামের ভূমিপুত্রদের চাকরিতে ১০০ শতাংশ সংরক্ষণ দিতে হবে। জনপ্রতিনিধিদের ৯০ শতাংশ আসনও সংরক্ষিত হতে হবে।
করিমগঞ্জ এর কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে বলেন, এই অবস্থায় বাঙালিদের বাঁচার স্বার্থেই প্রয়োজন পৃথক বরাক রাজ্য। তিনি আরো বলেন, আসাম যখন বাঙালিদের রাখতে চায় না, তখন পৃথক রাজ্য গঠনই জরুরি। শুধু বরাকই নন, বহুত্ববাদে বিশ্বাসী কার্বি, ডিমাসা প্রভৃতি জনগোষ্ঠীকেও সঙ্গেনিতে চায় তারা।