এক নজরে অরুন জেটলি
কলকাতা টাইমসঃ
বর্ণময় জীবন ছিলো অরুন জেটলির। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতকোত্তর পাশ করার পরই সামলেছেন রাজনীতির বিভিন্ন শীর্ষ পদ। একটু চোখ বুলিয়ে নেওয়া যাক সেই পথে…..
১৯৭৭-৮০ সাল পর্যন্ত অরুণ জেটলি এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছিলেন৷
১৯৮০ সালে দিল্লি বিজেপির সম্পাদক৷
১৯৯১ সালে জাতীয় এক্সজিকিউটিভ হয়েছিলেন তিনি৷
১৯৯৯ সালে বিজেপির জাতীয় মুখপাত্র৷
১৯৯৯ সালেই তিনি তথ্য সম্প্রচারমন্ত্রী হয়েছিলেন, একই সঙ্গে আইনমন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি৷
২০০০ সালে প্রথমবার গুজরাত থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি৷ রাম জেটমালানি কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পরে কেন্দ্রীয়মন্ত্রী সভায় আইনমন্ত্রক দেখার দায়িত্বও পেয়েছিলেন তিনি৷
২০০৬ ও ২০১২ পরপর ২ বার গুজরাত থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি৷
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন৷ মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল অরুণ জেটলির৷ আন্না হাজারের লোকপাল বিলের সমর্থন করেছিলেন তিনি৷
২০১৪ সালে প্রথম মোদি মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর সঙ্গে সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রতিরক্ষাও সামলে ছিলেন তিনি৷