November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

একনজরে: ২০২০ আইপিএলের সেরার সেরারা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তকাল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবার আইপিএলের শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলুন দেখে নেওয়া যাক এবারের আইপিএলের সেরার সেরা দের…..

* ম্যান অব দ্য ফাইনাল- ফাইনালের অসাধারণ বোলিং ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্টকে। একই সঙ্গে টুর্নামেন্টের ‘পাওয়ার প্লেয়ার’ হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।

* ম্যান অব দ্য সিরিজ- আইপিএলের ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ বা ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার। ১৪টি ম্যাচে আর্চার ২০টি উইকেট তুলে নিয়েছেন। একই সঙ্গে তার ঝোড়ো ব্যাটিং এনে দিয়েছে ১১৩ রান।

* অরেঞ্জ ক্যাপ- ১৪টি ম্যাচে ৬৭০ রান (টুর্নামেন্টের সর্বোচ্চ) করে এবারের ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নিলেন দুর্দান্ত ফর্মে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। এছাড়াও তার অনবদ্য পারফর্মেন্সের জোরে ‘গেম চেঞ্জার অব দ্য সিজন’ এর পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।

* পার্পল ক্যাপ- ৩০ উইকেট তুলে নিয়ে ২০২০ আইপিলে ‘পার্পল ক্যাপ’ জিতে নেন দিল্লির দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

* মোস্ট ইমার্জিং প্লেয়ার- জীবনের প্রথম আইপিএলেই ৫টি অর্ধশতরান করে চমকে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ওপেনার দেবদূত পাডিক্কাল। ‘ইমার্জিং প্লেয়ার’এর তকমাও যথারীতি তার দখলে।

* সবচেয়ে বেশি স্ট্রাইক রেট – ১৯১.৪২ স্ট্রাইক রেট রেখে মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড জিতে নিলেন ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’এর পুরস্কার।

৩০টি ছক্কা হাঁকিয়ে মুম্বাইয়ের ইশান কিশান জিতে নিলেন বিশেষ পুরস্কার।

Related Posts

Leave a Reply