আবর্জনার পাহাড়ে চাপা পড়ে মৃত্যু হলো ১৭ জনের
নিউজ ডেস্কঃ
প্রবল টানা বৃষ্টির কারণে ময়লা ও আবর্জনার পাহাড় ধসে মোজাম্বিকের রাজধানীতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আরো অনেকে এখনো আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ময়লার পাহাড়ধসে পড়েছে বলে আর্ন্তজাতিক সংবাদ সংস্থাগুলো জানায়।
ময়লা আবর্জনার এই স্তূপ তিন তলা দালানের চেয়ে উঁচু বলে উল্লেখ করে খবরে বলা হয়, এর ঠিক নিচেই ছিল দরিদ্র মানুষের ঘরবাড়ি। বৃষ্টির কারণে আলগা হয়ে ময়লার পাহাড় ধসে এসব ঘরবাড়িতে চাপা পড়ে।