জাতিসংঘের দুই কর্মীকে খুনের দায়ে ৫১ জনের মৃত্যুদন্ড

কলকাতা টাইমসঃ
জাতিসংঘের দুই কর্মীকে খুনের দায়ে ৫১ জনের মৃত্যুদন্ড। ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত এই আদেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে প্রায় পাঁচ বছর আগে সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প হত্যাকাণ্ডের শিকার হন।
কঙ্গোতে হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি ছিলো দীর্ঘদিন। ২০০৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ ঘোষণা করে সেদেশের সরকার। তারপরেও সামরিক আদালতের এই রায় নজিরবিহীন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই দুই কূটনীতিককে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় বিশ্বকে। কঙ্গোর আদালতে চার বছরেরও বেশি সময় ধরে চলে বিচারকার্য।