November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

যুবতীদের জীবনে অন্তত একবার মাথা ন্যাড়া করা উচিত!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মাদের সমাজে ন্যাড়া মাথার মেয়েকে সুন্দরী মনে করা হয় না। বর্তমানে ন্যাড়া মাথার পুরুষকেও মানুষজন বিশেষ ভালো চোখে দেখে না। তাহলে মেয়েদের মাথা ন্যাড়া করার কথা আসছে কোত্থেকে?

সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মাথা ন্যাড়া করলে নাকি মেয়েদের জীবনে বিশেষ পরিবর্তন আসে। সমীক্ষার কথা ছাড়ুন, সাধারণভাবে মাথা ন্যাড়া করলে নানা সুবিধা পান মেয়েরা। আসুন তবে জানাই কারণগুলো :

১. আয়নার সামনে বসে সাজগোজের সময় অনেকটা কমে যায়। চুল আঁচড়ানো, বাঁধা- কোনো ঝামেলাই নেই। একটা হেডব্যান্ড, স্কার্ফ বা টুপি মাথায় গলিয়ে নিলেই বাইরে বেরুনোর জন্য তৈরি।

২. শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার স্প্রে, হেয়ার ড্রায়ার- এই সবের খরচা একদম নেই।

৩. অনেক সেলিব্রিটিই কিন্তু নিজেদের চুল কেটে সেই চুল পরচুলা বানানোর জন্য অনুদান হিসেবে দেন। আপনিও সেই নীতি অনু‌সরণ করতে পারেন। দেখবেন, ভালোই লাগবে।

৪. গরমকালের পক্ষে ন্যাড়া মাথা আদর্শ। মাথায় চুল না থাকলে ঘাম, গরম- দুটোর হাত থেকেই মুক্তি।

৫. যখন একটু একটু করে চুল বড় হতে শুরু করবে তখন চুলের নানা দৈর্ঘ্যে নানা রকম স্টাইল ফলো করতে পারবেন।

৬. মেয়েদের মাথা ন্যাড়া করা মানে প্রচলিত রীতির বিরুদ্ধে যাওয়া। এর একটা আলাদা স্বাধীনতা রয়েছে।

Related Posts

Leave a Reply