বর্তমানে গাধা-ই ভরসা পাকিস্তানের !
কলকাতা টাইমসঃ
প্রবল অৰ্থনৈতিক সংকটের মুখে গাধার ওপর নির্ভর করেই দিন গুজরান করতে হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে গাধা রফতানি। প্রসঙ্গত বিশ্বের সবচেয়ে বেশি গাঁধা রয়েছে চীনে। একই নিরিখে পাকিস্তান রয়েছে তিন নম্বরে।
পাকিস্তানের গাঁধা রফতানির প্রধান কেন্দ্র হলো চীন। তারাই বিপুল সংখক গাঁধা আমদানি করে বিভিন্ন দেশ থেকে। জানা যাচ্ছে, গাঁধার চামড়া থেকে এক ধরণের বহুমূল্য ওষুধ তৈরী করে চীন। এই ওষুধ রক্তের কার্যক্ষমতা বাড়াতে প্রভূত সাহায্য করে বলে জানা যাচ্ছে। চীনের একটা বড় অংশের মানুষের ধারণা এই ঔষধ বার্ধক্য রোধ করতেও সক্ষম। জানা যাচ্ছে গত অর্থবর্ষের তুলনায় এই অর্থবর্ষে প্রায় ১৯ পশুর সংখ্যাবৃদ্ধি হয়েছে পাকিস্তানে। এই বছর সেদেশের মোট গাধার সংখ্যা ৫৬ লাখ।