১৪ বছর বয়সে হারিয়ে যাওয়া ওয়ালেট খুঁজে পাওয়া গেলো ৮৯ বছরে এসে !

কলকাতা টাইমসঃ
মার্কিন মুলুকের ওল্ড সেন্ট্রালিয়া হাই স্কুলের ১৪ বছরের এক ছাত্রী বেটি জুন সিসম। স্কুলে এসে হঠাৎই একদিন হারিয়ে ফেলেন তার ওয়ালেট। ওই ওয়ালেটের মধ্যেই ছিলো তার স্কুলের আইডেন্টিটি কার্ড। এপর্যন্ত ঘটনাক্রম বলছে। এ আর এমন কি। হতেই পারে। ধরুন যদি সেই ১৪ বছরের বালিকা এখন ৮৯ এর বৃদ্ধা। দীর্ঘ ৭৫ বছর পর সেফিরে পেলো সেই হারিয়ে যাওয়া ওয়ালেট!
সত্যি, এমনটাই ঘটেছে সম্প্রতি। অপ্রত্যাশিত এই ফিরে পাওয়া তাকে ফিরিয়ে দিল স্কুল স্মৃতি। সম্প্রতি সেই স্কুল বিল্ডিং মেরামতির কাজ শুরু হয়। তখনই খুঁজে পাওয়া যায় সিসমের ওয়ালেট। জানা যাচ্ছে, সিসম-সহ আরও ১৪ জনের ওয়ালেট খুঁজে পাওয়া গেছে। ওয়ালেটগুলো খুঁজে পাওয়ার পর সেগুলোর ছবিসহ ফেসবুকে পোস্ট করেন স্কুলের ম্যানেজার বাল্টজেল।