মাত্র ২২ বছর বয়েসেই এই যুবকের কু-নজরে প্রায় ১০০ তরুণী !
কলকাতা টাইমসঃ
মাত্র ২২ বছর বয়েসেই প্রায় ১০০ মহিলা ঘটিত অভিযোগ এই যুবকের বিরুদ্ধে! ধর্ষণ, শ্লীলতাহানি, ব্ল্যাকমেল -কি নেই সেই অভিযোগের তালিকায়। এমনই এক ঘটনায় আপাতত তোলপাড় মিশরের রাজধানী কায়রো। মার্কিন ওই যুবকের নাম -আহমেদ বাসাম জাকি।জানা গেছে, খুব ছোটবেলা থেকেই মহিলাদের বিরুদ্ধে নানান অপরাধ সংগঠিত করতে সিদ্ধহস্ত হয়ে ওঠে এই যুবক। গত ৭ বছর তার শিকার প্রায় ১০০ তরুণী এবং কিশোরী।
নিগৃহীতাদের একাংশ সোশ্যাল মিডিয়ায় সরব হলে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রত্যেকবার অভিযোগ ওঠার পর তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার প্রভাবশালী বাবা। কীর্তিমান ছেলেকে বাঁচাতে বারে বারে স্কুল বদল করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে ২০১৮ সালে মার্কিন বিশ্ববিদ্যালয় ছেড়ে বার্সেলোনায় পাড়ি দেয় ওই যুবক। যদিও শেষরক্ষা হয়নি।