ভারতে একই সঙ্গে করোনায় আক্রান্ত ৮ সিংহ !
কলকাতা টাইমসঃ
ভারতীয় এক চিড়িয়াখানায় একই সঙ্গে করোনায় হলো ৮টি সিংহ। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটা দ্বিতীয় ঘটনা হিসেবে উল্লিখিত থাকবে অতিমারীর ইতিহাসে। প্রসঙ্গত, প্রায় এক বছর আগে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় প্রথম ৮ টি বাঘ ও সিংহর শরীরে করোনার উপস্থিতি ধরা পরে। পরবর্তীকালে হংকংয়ে কিছু কুকুর এবং বিড়ালের শরীরেও ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
এবার হায়দরাবাদের নেহরু জুয়োলজিক্যাল পার্ক এই বিরল ঘটনার সাক্ষী থাকলো। সূত্রের খবর, চিড়িয়াখানার প্রায় ৮ টি সিংহ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে। সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সেন্টার মৌখিকভাবে পার্ক কর্তৃপক্ষকে জানিয়েছে, সিংহগুলোর আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ। চিড়িয়াখানার ডিরেক্টর ড. সিদ্ধানন্দ কুক্রেতি জানান, সিংহগুলোর শরীরে করোনার উপসর্গ রয়েছে। যদিও করোনা টেস্টের টেস্টের রিপোর্ট এখনো আমাদের হাতে এসে পৌঁছয়নি।