সংকটাপন্ন অটল বিহারী বাজপেয়ী!
কলকাতা টাইমসঃ
গত ৯ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কিন্তু গত ২৪ ঘণ্টায় বাজপেয়ির শারীরিক অবস্থার ভীষণরকম অবনতি হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। ৯৩ বছর বয়সী এইবিজেপির সর্বভারতীয় নেতাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত কারণেই বাজপেয়ীর বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ আর সাড়া দিচ্ছে না। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্কটজনক অবস্থার খবর পেয়েই বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিট নাগাদ তাকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০ মিনিট সেখানে ছিলেন মোদি, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। বাজপেয়ীকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুশ গোয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধণ রাঠোর, বিজেপি সাংসদ মিনাক্ষী লেখি, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি প্রমুখ।
এদিন রাতে এক বিবৃতিতে হাসপাতালের মিডিয়া এন্ড প্রোটোকল ডিভিশনের চেয়ারপার্সন চিকিৎসক ডা. আরতি ভিজ জানান ‘ দুর্ভাগ্যজনকভাবে তাঁর শারীরিক অবস্থা গত ২৪ ঘন্টায় অত্যন্ত খারাপের দিকে গেছে। তাঁর অবস্থা সঙ্কটজনক এবং তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে।’
উল্লেখ্য, গত ১১ জুন কিডনি, বুক ও মূত্রনালীর সমস্যা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি করা হয় বাজপেয়ীকে। তার ওপর রয়েছে ডায়াবেটিসের সমস্যাও। নষ্ট হয়েছে একটি কিডনি। ২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই ডিমেনশিয়ায় ভুগছেন তিনি। তার ওপর বয়সের ভারে গত কয়েক বছর ধরেই দিল্লিতে কার্যত ঘর বন্দী হয়ে রয়েছেন ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত ভারতের এই বর্ষীয়ান রাজনীতিবিদ।