নাস্তিকেরা আস্তিকদের তুলনায় ৪ বছর আগে মারা যায় !
কলকাতা টাইমসঃ
ধর্ম পালনের সঙ্গে আয়ুর সম্পর্ক পাওয়া গেলো কয়েকটি গবেষণায়। সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা গেছে বেশি বা কম দিন বেঁচে থাকার সঙ্গে ধর্ম পালন ও বিশ্বাসের সংযোগ রয়েছে। নাস্তিকদের থেকে আস্তিকরা চার বছর বেশি বেঁচে থাকে। ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, তারা ২০১১ সাল থেকে এক হাজার মানুষের ওপর গবেষণা করে এই তথ্য জানতে পেরেছেন।
বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাল্ডিন ওয়ে বলেন, ধর্ম পালনের সঙ্গে যে বেশি আয়ুর সম্পর্ক রয়েছে তা তারা উড়িয়ে দিতে পারে না। গবেষণাতেই প্রমাণ পাওয়া গেছে যে, ধর্মপ্রাণ মানুষেরা দীর্ঘজীবী হয়ে থাকে। অনেকেই এর কারণ হিসেবে ধার্মিকদের জীবনযাপন নাস্তিকদের থেকে আলাদা থাকার বিষয়টি উল্লেখ করেন।