ক্রীড়াবিদ দ্যুতি চাঁদ গর্বের সঙ্গে জানিয়ে দিলেন তিনি সমকামী
কলকাতা টাইমসঃ
একশ’ মিটার দৌড়ে ভারতের রেকর্ড সৃষ্টিকারী মহিলা ক্রীড়াবিদ দ্যুতি চাঁদ। গর্বের সঙ্গেই জানিয়ে দিলেন তিনি সমকামী! যদিও ২৩ বছরের দ্যুতি চাঁদ তার মহিলা সঙ্গীর নাম পরিচয় গোপন রাখেন। তিনি এখন আগামী বছরের টোকিও অলিম্পিকস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলনে মগ্ন।
ভারতে এখনও সমকামী সম্পর্ক আর অবৈধ নয়। যদিও আলাদা করে বিয়েকে বৈধতা দেওয়া হয়নি। উড়িষ্যা রাজ্যের প্রত্যন্ত জাজপুরের চাকা গোপালপুর নামে একটি গ্রামে এক তাঁতির ঘরে তার জন্ম তাঁর। আইএএএফ টেস্টোস্টেরনের মাত্রা বেঁধে দেওয়ায় ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ভারতীয় দল থেকে দ্যুতি চাঁদকে বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত আদালতের সরণাপন্ন হয়ে জিত হয় দুত্যির।