সৌদির তৈল ঘাঁটিতে হামলার কারণে বিশ্বজুড়ে তেল সঙ্কটের আশঙ্কা !
কলকাতা টাইমসঃ
সৌদির তৈল ঘাঁটিতে ভয়াবহ হামলার পর জ্বালানি তেলের সঙ্কটের মুখে পড়তে চলেছে গোটা বিশ্ব। আতংকে রয়েছে আমেরিকাও। খবর, এই হামলার ফলে আপাতত সৌদির তেল উৎপাদনের ক্ষমতা কমে অর্ধেক হয়ে যাবে। বিশ্বের কাছে ‘তেল দৈত্য’ বলে পরিচিত সৌদি আরবের পেট্রোলিয়াম মিনিস্টার আব্দুল আজিজ বিন সালমান নিজেই এই আশঙ্কা প্রকাশ করেন।
গতকাল শনিবার তিনি বলেন, আরামকো তৈল ঘাঁটিতে হামলার কারণে দেশের তেলের উৎপাদন ৫৭ লাখ ব্যারেল কমে গিয়েছে। এদিকে, ইয়েমেনের সেনাবাহিনী জানাচ্ছে, সৌদি আগ্রাসন বন্ধ না করলে এবার আমরা সৌদির রাজধানী রিয়াদের দখল নেবো। প্রসঙ্গত, সৌদির তেল ঘাঁটিতে ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালায় ইয়েমেন। যদিও এর পেছনে ইরানের হাত দেখছে আমেরিকা।