January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

সোনাজয়ী ভারোত্তোলক পুনম যাদবের উপর হামলা !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

কমনওয়লেথে ভারতের হয়ে সোনাজয়ী ভারোত্তোলক পুনম যাদবের উপর হামলার ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া থেকে ফিরে বারাণসীর রোহানিয়াতে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন পুনম।  সেখানেই পুনমকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় হয় বলে অভিযোগ।

ঘটনার সূত্রপাত পুরনো পারিবারিক বিবাদকেকেন্দ্র করে। পুনম যে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, তাদের সঙ্গে এক প্রতিবেশীর দীর্ঘ দিনের ঝামেলা। শনিবার এক দল ব্যক্তি পুনমের ওই আত্মীয় ও তার বাড়ির লোকদের মারধর করে। সে সময় ওই বাড়িতেই ছিলেন পুনম ও তার বাবা। তারা বিষয়টি মিটমাটের চেষ্টা করতে যান তাঁরা। তখনই হামলাকারীরা পুনম ও তার বাবাকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে  অভিযোগ।

হামলার সময়ই ১০০ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান পুনম। রোহানিয়ার পুলিশ সুপার (গ্রামীণ) অমিত কুমার জানান, ফোন পাওয়ার পরই পুনম ও তার আত্মীয়দের নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।  ঘটনায় হতবাক ক্রীড়া মহল।

 

Related Posts

Leave a Reply