জাহাজে হামলা! লোহিত সাগরের ওপর দিয়ে তেল রফতানি বন্ধ করলো সৌদি আরব
কলকাতা টাইমসঃ
লোহিত সাগর দিয়ে সব ধরনের তেল রফতানি স্থগিত করলো সৌদি আরব। গত বুধবার সকালে ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মানদিব প্রণালীতে সৌদি আরবের তেল বহনকারী দু’টি জাহাজের ওপর হামলা চালায় বলে খবর। এরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে এই ঘোষণা করা হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার সৌদি আরবের জ্বালানি বিষয়ক মন্ত্রী খালিদ আল-ফালিহ এক বিবৃতিতে বলেন, তার দেশ লোহিত সাগর ও বাব আল-মানদিব প্রণালী দিয়ে সব ধরনের তেল রফতানি ও পরিবহন স্থগিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি স্পষ্ট ও বাব আল-মানদিব প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পথে তেল রফতানি স্থগিতই থাকবে। হাউসি বিদ্রোহীদের চালানো হামলায় দু’টি জাহাজের মধ্যে একটিতে সামান্য কিছু ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি জাহাজে থাকা তেল সাগরেও পড়েনি।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তেলবাহী জাহাজের ওপর হামলা চালানো হয় ইয়েমেনের পশ্চিমে হোদায়দা বন্দর থেকে। তবে জাহাজের নাম বা কিভাবে হামলা করা হয়েছিল সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।