অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তি ভাঙার চেষ্টা !

কলকাতা টাইমসঃ
অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তি ভাঙার চেষ্টা! জানা যাচ্ছে, অস্ট্রেলিয়াকে দেওয়া ভারতের উপহার মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য ভেঙে ফেলার চেষ্টা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন।
অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। গত শুক্রবার ভাস্কর্যটি উদ্বোধনের সময় হাজির ছিলেন মরিসন। তিনি বলেন, ‘সাংস্কৃতিক স্থাপত্যের ওপর এমন হামলা সহ্য করা হবে না। এই ধরনের অশ্রদ্ধা হতাশাজনক।’